thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিড়িক

২০১৩ ডিসেম্বর ১৪ ০২:১৩:৪৮
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের হিড়িক

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেকর্ড সংখ্যক প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রায় দেড়শ’ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন।

ইতোমধ্যে শুক্রবার রাত ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তবে এর মধ্যে ৩৩ আসনে কোনো প্রার্থী না থাকায় আগেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শুক্রবার বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহার করায় ৭৫ জনসহ ১১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ঢাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন সাতজন প্রার্থী। কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রায় দেড়শ’ আসনে কমিশনকে নির্বাচন করতে হবে না।

এর আগে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ৪৭টি আসনে ৪৮ জন এবং ২০০৭ সালের বাতিল হওয়া ২২ জানুয়ারির নির্বাচনে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে রিটার্নিং অফিসাররা।

ঢাকা থেকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন তারা হলেন, ঢাকা-২ অ্যাডভোকেট কামরুল ইসলাম (আওয়ামী লীগ), ঢাকা-৩ নসরুল হামিদ বিপু (আওয়ামী লীগ), ঢাকা-১০ ব্যারিস্টার ফজলে নূর তাপস (আওয়ামী লীগ), ঢাকা-১২ আসাদুজ্জামান খান (আওয়ামী লীগ), ঢাকা-১৩ জাহাঙ্গীর কবীর নানক (আওয়ামী লীগ), ঢাকা-১৯ ডা. মো. এনামুর রহমান (আওয়ামী লীগ) এবং ঢাকা-২০ এম এ মালেক (আওয়ামী লীগ)।

এদের মধ্যে এরশাদের জাতীয় পার্টির (জাপা) চারজন, আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) দুইজন, ওয়ার্কার্স পার্টির একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বাকিরা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ভাগ্যবানরা হলেন, ঠাকুরগাঁও-২ আসনে আলহাজ্ব মো. দবিরুল ইসলাম (আওয়ামী লীগ), দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী (আওয়ামী লীগ), লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ (আওয়ামী লীগ), রংপুর-২ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (আওয়ামী লীগ), রংপুর-৪ টিপু মুনশি (আওয়ামী লীগ), রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান (আওয়ামী লীগ), গাইবান্ধা-৫ মো. ফজলে রাব্বী মিয়া (আওয়ামী লীগ), বগুড়া-১ আব্দুল মান্নান (আওয়ামী লীগ), বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ (জাতীয় পার্টি), বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার (জাতীয় পার্টি-জেপি), বগুড়া-৫ মো. হাবিবর রহমান (আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-১ মোহা. গোলাম রাব্বানী (আওয়ামী লীগ), চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদ (আওয়ামী লীগ), নওঁগা-৬ মো. ইসরাফিল আলম (আওয়ামী লীগ), রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা (ওয়ার্কার্স পার্টি), রাজশাহী-৪ এনামুল হক (আওয়ামী লীগ), নাটোর-১ মো. আবুল কালাম (আওয়ামী লীগ), নাটোর-২ মো. শফিকুল ইসলাম শিমুল (আওয়ামী লীগ), নাটোর-৪ মো. আব্দুল কুদ্দুস (আওয়ামী লীগ), সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ), সিরাজগঞ্জ-২ মো. হাবিবে মিল্লাত (আওয়ামী লীগ), সিরাজগঞ্জ-৩ মো. ইসহাক হোসেন তালুকদার (আওয়ামী লীগ), সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম (আওয়ামী লীগ), সিরাজগঞ্জ-৬ মো. হাসিবুর রহমান স্বপন (আওয়ামী লীগ), যশোর-১ শেখ আফিল উদ্দিন (আওয়ামী লীগ), বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন (আওয়ামী লীগ), বাগেরহাট-২ মীর শওকত আলী বাদশা (আওয়ামী লীগ), বাগেরহাট-৩ তালুকদার আব্দুল খালেক (আওয়ামী লীগ), ভোলা-১ তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ), বরিশাল-১ আবুল হাসানাত আব্দুল্লাহ (আওয়ামী লীগ), বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক (আওয়ামী লীগ), ঝালোকাঠি-২ আমির হোসেন আমু (আওয়ামী লীগ), পিরোজপুর-১ একেএমএ আউয়াল (সাঈদুর রহমান) (আওয়ামী লীগ), পিরোজপুর-২ আনোয়ার হোসেন মঞ্জু (জাতীয় পার্টি), টাঙ্গাইল-১ মো. আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ), টাঙ্গাঈল-৩ আমানুর রহমান খান রানা (আওয়ামী লীগ), টাঙ্গাইল-৪ আবদুল লতিফ সিদ্দিকী (আওয়ামী লীগ), টাঙ্গাইল-৭ মো. একাব্বর হোসেন (আওয়ামী লীগ), টাঙ্গাইল-৮ শওকত মোমেন শাহজাহান (আওয়ামী লীগ), জামালপুর-৩ মির্জা আজম (আওয়ামী লীগ), ময়মনসিংহ-১ প্রমোদ মানকিন (আওয়ামী লীগ), ময়মনসিংহ-২ শরীফ আহেমদ (আওয়ামী লীগ), ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) (জাতীয় পার্টি), ময়মনসিংহ-৯ আনোয়ারুল আবেদীন খান তুহিন (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-২ মো. সোহরাব উদ্দিন (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহমদ তৌফিক (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন (আওয়ামী লীগ), কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান (আওয়ামী লীগ), মানিকগঞ্জ-২ মমতাজ বেগম (আওয়ামী লীগ), মানিনকগঞ্জ-৩ জাহিদ মালেক (আওয়ামী লীগ), মুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস (আওয়ামী লীগ), ঢাকা-২ মো. কামরুল ইসলাম (আওয়ামী লীগ), ঢাকা-৩ নুরুল হামিদ (আওয়ামী লীগ), ঢাকা-১৯ ডা. মো. এনামুর রহমান (আওয়ামী লীগ), ঢাকা-২০ এম এ মালেক (আওয়ামী লীগ), গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ মো. জাহিদ আহসান রাসেল (আওয়ামী লীগ), গাজীপুর-৩ আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলী (আওয়ামী লীগ), গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকী (আওয়ামী লীগ), নরসিংদী-৪ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ), নরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদ রাজু (আওয়ামী লীগ), নারায়ণগঞ্জ-২ মো. নজরুল ইসলাম বাবু (আওয়ামী লীগ), নারায়নগঞ্জ-৪ শামীম ওসমান (আওয়ামী লীগ), রাজবাড়ী-১ কাজী কেরামত আলী (আওয়ামী লীগ), রাজবাড়ী-২ মো. জিল্লুল হাকিম (আওয়ামী লীগ), ফরিদপুর-১ মো. আব্দুর রহমান (আওয়ামী লীগ), ফরিদপুর-২ সৈয়দা সাজেদা চৌধুরী (আওয়ামী লীগ), ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন (আওয়ামী লীগ), মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী (আওয়ামী লীগ), মাদারীপুর-২ শাজাহান খান (আওয়ামী লীগ), মাদারীপুর-৩ আ ফ ম বাহাউদ্দিন নাছিম (আওয়ামী লীগ), শরীয়তপুর-১ বিএম মোজাম্মেল হক (আওয়ামী লীগ), শরীয়তপুর-২ শওকত আলী (আওয়ামী লীগ), শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক, সিলেট-১ আবুল মাল আব্দুল মুহিত (আওয়ামী লীগ), মৌলভীবাজার-৩ সৈয়দ মহসিন আলী (আওয়ামী লীগ), মৌলভীবাজার-৪ মো. আব্দুস শহীদ, কুমিল্লা-৭ অধ্যাপক মো. আলী আশরাফ (আওয়ামী লীগ), কুমিল্লা-১০ আ হ ম মুস্তফা কামাল (আওয়ামী লীগ), চাঁদপুর-১ ড. মহীউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (আওয়ামী লীগ), চাঁদপুর-৩ ডা. দীপু মনি (আওয়ামী লীগ), চাঁদপুর-৪ ড. মো. শামছুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ), চাঁদপুর-৫ মেজর অব. রফিকুল ইসলাম (বীরউত্তম) (আওয়ামী লীগ), ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী (আওয়ামী লীগ), নোয়াখালী-২ মোরশেদ আলম (আওয়ামী লীগ), নোয়াখালী-৫ ওবায়দুল কাদের (আওয়ামী লীগ), লক্ষ্মীপুর-৩ একেএম শাহজাহান কামাল (আওয়ামী লীগ), চট্টগ্রাম-৭ মো. হাছান মাহমুদ (আওয়ামী লীগ), কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক (আওয়ামী লীগ), কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল (আওয়ামী লীগ)। এ ছাড়া ১৩ জনের নাম এখনও পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএস/শাহ/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর