thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

প্রথম বাংলাদেশি আইডল মং

২০১৩ ডিসেম্বর ১৪ ০৩:৫১:৩২
প্রথম বাংলাদেশি আইডল মং

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথম ‘বাংলাদেশি আইডল’ নির্বাচিত হলেন বান্দরবানের ছেলে মং উচিং মারমা। শুক্রবার সন্ধ্যায় জমকালো গ্র্যান্ড ফিনালেতে মংকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন এসএ টিভির চেয়ারম্যান সা্লাউদ্দিন আহমেদ।

এছাড়া এই কণ্ঠ-মেধা প্রতিযোগিতায় দ্বিতীয় হন ঢাকার ছেলে আরিফ ও তৃতীয় হন সিলেটের সন্তান মন্টি।

‘রাঙামাটি অডিশন’ এর মাধ্যমে ‘বাংলাদেশি আইডল’ এর সেরা হওয়ার প্রতিযোগিতায় নামেন মং উচিং মারমা। তিনি বান্দরবান সরকারি হাইস্কুল থেকে মাধ্যমিক ও বান্দরবান সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেছেন।

চূড়ান্ত পর্বে বিশেষ চমক হিসেবে আইডল মঞ্চে নিজেদের মৌলিক সঙ্গীত পরিবেশন করে সেরা তিন প্রতিযোগী। ফুয়াদ নাসের বাবুর সুরে ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় সঙ্গীত পরিবেশন করেন মন্টি, আর বাপ্পা মজুমদারের সুরে ও শাহান কবন্ধের কথায় সঙ্গীত পরিবেশন করেন মং।

পার্থ বড়ুয়ার সুরে ও কবীর বকুলের কথায় সঙ্গীত পরিবেশন করেন রাজধানীর সন্তান আরিফ।

জমকালো গ্র্যান্ড ফিনালের মঞ্চে বিশেষ আয়োজনে ছিল শাকিব খান-অপু বিশ্বাসের পারফরমেন্স। ছিল সাবিনা ইয়াসমিন, কনাসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গীত পরিবেশনা।

ফেরদৌসী রহমান, আইয়ুব বাচ্চু এবং মেহরীন এই তিন বিচারক গ্রান্ড ফিনালেতে উপস্থিত থাকলেও ছিলেন না অ্যান্ড্রু কিশোর।

শুক্রবার রাত ৮টায় এসএটিভিতে ‘গ্র্যান্ড ফিন্যালে’ অনুষ্ঠানটি প্রচার হয়। রাত ১২টার দিকে প্রথম ‘বাংলাদেশি আইডল’ মং উচিং মারমার নাম ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর