thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাবলার জন্য সানজিদার মনোনয়ন প্রত্যাহার

২০১৩ ডিসেম্বর ১৪ ০৪:০৭:৪৪
বাবলার জন্য সানজিদার মনোনয়ন প্রত্যাহার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৪ আসনে জাতীয় পার্টি সমর্থিত সৈয়দ আবুল হোসেন বাবলাকে আসন ছেড়ে দিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সানজিদা খানম।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরে জাতীয় পার্টির এই বৈধ প্রার্থী বাদে ১৫টি আসনের সবকটি থেকে দলটির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহার করতে এসে সানজিদা খানম সাংবাদিকদের বলেন, দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। এই সিদ্ধান্ত পুরোপুরি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়েছি। এখন সমর্থন শুধু জাতীয় পার্টির প্রার্থীর জন্যই থাকবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে অংশ নেবেন না ঘোষণা দিয়ে তার দলের সকল বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দেন। মহানগর থেকে সকল বৈধ প্রার্থীরা এরশাদের আহ্বানে সাড়া দিলেও সৈয়দ আবুল হোসেন বাবলা সাড়া দেননি।

(দ্যরিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর