thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

সুনামগঞ্জে সুরঞ্জিত ও মিসবাহ নির্বাচিত

২০১৩ ডিসেম্বর ১৪ ০৪:২৩:৩৫
সুনামগঞ্জে সুরঞ্জিত ও মিসবাহ নির্বাচিত

সুনামগঞ্জ সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই প্রার্থী। এরা হলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে শুক্রবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী নূরুল হুদা মুকুট এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ৫ ডিসেম্বর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী জামিল চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই আসনে সুরঞ্জিত সেন গুপ্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

(দ্য রিপোর্ট/টিএম/এসকে/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর