thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এপ্রিলের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন চুক্তি সম্ভব: কেরি

২০১৩ ডিসেম্বর ১৪ ০৫:৩৯:৫৮
এপ্রিলের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন চুক্তি সম্ভব: কেরি

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন এখনও এপ্রিলের শেষ নাগাদ একটি পরিপূর্ণ শান্তি চুক্তিতে পৌঁছার পথেই আছে। এ চুক্তির ব্যাপারে দু’পক্ষই আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। খবর রয়টার্সের।

মধ্যপ্রাচ্যে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সফর শেষে কেরি এ কথা বলেন।

কেরি বলেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন দু’পক্ষই তাদের কয়েক দশকের পুরনো সংঘাতের মূলে থাকা বিষয়গুলোর রূপরেখা নিয়ে আলোচনা করছে। এর মাধ্যমেই দুই দেশের পক্ষে চূড়ান্ত চুক্তির পথে এগোনো সম্ভব হবে।’

তিনি বলেন, ‘আলোচনার টেবিলে থাকার বাধ্যবাধকতা মেনে চলতে দু’পক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আমরা নয় মাসের যে সময়সীমা দিয়েছি, তার মধ্যে তারা দৃঢ়সঙ্কল্প নিয়েই আলোচনা চালিয়ে যাচ্ছে।’

এদিকে শান্তি আলোচনা সম্পর্কে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা যে ইঙ্গিত দিয়েছেন তাতে এ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। এ কারণেই আলোচনায় গতি সঞ্চার করতে কেরিকে বারবার মধ্যপ্রাচ্য সফরে যেতে হচ্ছে।

তবে কেরি বলেছেন, চূড়ান্ত চুক্তি হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র এখনো আশাবাদী। কারণ, এ ব্যাপারে তাদের পূর্ণ আস্থা আছে।

প্রসঙ্গত, তিন বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও এই দুই দেশের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়।

(দ্য রিপোর্ট/আদসি/এসকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর