thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ৬

২০১৩ ডিসেম্বর ১৪ ০৭:১৫:১৬
মুম্বাইয়ে ভবনে আগুন, নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের দক্ষিণ মুম্বাইয়ে মন্ট ব্ল্যাঙ্ক ভবনে আগুন লেগে ছয়জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেম্পস কর্নার এলাকার ২৬ তলা এ ভবনটিতে আগুন লাগে। খবর এনডিটিভির।

প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় চারজন ফায়ার সার্ভিস কর্মীসহ ছয়জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবনটির ১২ তলায় এ ঘটনার সূত্রপাত। সেখান থেকে জীবিত পাঁচজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

ওই ভবনের বাসিন্দা এক মহিলা জানান, প্রায় ৭টার দিকে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পাই। এরপর ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা ৮টা ১৫ মিনিটে এসে উপস্থিত হয়।

মুম্বাই ফায়ার সার্ভিসের ডেপুটি প্রধান জানান, তারা ১২ তলার নিচের বাসিন্দাদের সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। ১৪ ও ১৫ তলার লোকদের ২৬ তলায় সরিয়ে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/শাহ/এসকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর