thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুমিল্লার ৩টি আসন আ.লীগের

২০১৩ ডিসেম্বর ১৪ ০৭:১৮:০৬
কুমিল্লার ৩টি আসন আ.লীগের

কুমিল্লা সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। তারা হলেন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে অধ্যাপক মো. আলী আশরাফ, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ) আসনে আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিব।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আলী আশরাফের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী লুৎফর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ও স্বতন্ত্র প্রার্থী এম এ লতিফের ভোটার স্বাক্ষর সঠিক না হওয়ায় বাছাইয়ে বাদ পড়েছেন।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ) আসনে মুস্তফা কামালের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ডা. আলী আহমদ মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে মুজিবুল হক মুজিবের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (এরশাদ) এইচএনএম শফিকুর রহমান ঋণখেলাপি হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল হুদা হলফনামা জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

(দ্য রিপোর্ট/জেপি/এসকে/শাহ/এমএআর/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর