thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সপ্তাহ শেষে সার্বিক পিই কমেছে

২০১৩ ডিসেম্বর ১৪ ১১:৫৯:১৯
সপ্তাহ শেষে সার্বিক পিই কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সপ্তাহ শেষে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত। সপ্তাহ শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক পিই রেশিও কমেছে ০.০৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহ শেষে ডিএসইর সার্বিক পিই দাঁড়ায় ১৫.১৮ পয়েন্ট। আর গত সপ্তাহ শেষে পিই দাঁড়ায় ১৫.১৭ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহ শেষে পিই কমেছে ০.০১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ। তবে ডিএসইর হিসেবে পিই কমেছে ০.০৩ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওর হিসাবে সপ্তাহ শেষে ব্যাংকিং পিই রেশিও দাঁড়িয়েছে ১৯.০১, আর্থিক খাতের ২৩.৭৮, প্রকৌশল খাতের ১৯.৭৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৬.৫৮, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৬১, পাট খাতের ঋণাত্মক ৭.৯৩, বস্ত্র খাতের ১৪.৮৯, ওষুধ ও রসায়ন খাতের ১৮.১৫, সেবা ও আবাসন খাতের ৩৪.৩৭, সিমেন্ট খাতের ১৬.৭৪, তথ্যপ্রযুক্তি খাতের ২৬.৬৩, চামড়া খাতের ১৪.২২, সিরামিক খাতের ২৭.৩১, বীমা খাতের ২৭.৬৬, বিবিধি খাতের ৩১.৫২, পেপার ও প্রকাশনা খাতের ৯০.৪৫, টেলিকমিউনিকেশন খাতের ২০.১০, ভ্রমণ ও অবকাশ খাতের ১৭.৮৬।

এছাড়া ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৭.১৫, ‘বি’ ক্যাটাগরির ঋণাত্মক ৯.২৪, ‘জেড’ ক্যাটাগরির ৩৩.১৭ এবং ‘এন’ ক্যাটাগরির ২৬.০১ পয়েন্টে।

উল্লেখ্য, খাতভিত্তিক পিই হিসেব করা হয়েছে ‘জেড’ ক্যাটাগরি, ওটিসির শেয়ার এবং যেসব শেয়ার লেনদেন হয়নি সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র ফ্রিফ্লোট শেয়ারের হিসেবে।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর