thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

তাহিরপুর শুল্কবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

২০১৩ ডিসেম্বর ১৪ ১৩:১৪:৩২
তাহিরপুর শুল্কবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্কবন্দরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শনিবার ভোর ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দেন বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা। তবে বন্দর দিয়ে ভারতীয় কয়লাবাহী ট্রাক দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বন্দরের শ্রমিক সর্দার সভাপতি আজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকরা জানান, বন্দর সংশ্লিষ্ট প্রায় ২০ হাজার শ্রমিক কয়লা পরিবহন করে প্রতিটনে ১৯০ টাকা পারিশ্রমিক পান।

শ্রমিকদের অভিযোগ, আমদানিকারকরা তাদের ন্যায্য পারিশ্রমিক দিচ্ছেন না।

আমদানিকারক সমিতির সদস্য হাজি আব্দুস সামাদ মুন্সী ও মুসতাক আহমদ জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/শাহ/এএস/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর