thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘গণতন্ত্র পুনরুদ্ধারে একগুয়েমি প্রত্যাহার করতে হবে’

২০১৩ ডিসেম্বর ১৪ ১৪:২৬:২৭
‘গণতন্ত্র পুনরুদ্ধারে একগুয়েমি প্রত্যাহার করতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একগুয়েমি প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে শনিবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, জনমতকে উপেক্ষা করে বর্তমান সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করেছে কেবলমাত্র নিজেদের দাম্ভিকতা ধরে রাখতে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণাকে ইতিহাসের ন্যক্কারজনক ঘটনা বলে মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।

(দ্য রিপোর্ট/এমএইচ/শাহ/এসবি/ডিসেম্বর ১৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর