thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

শিল্পকলায় বিজয় দিবসের চলচ্চিত্র উৎসব

২০১৩ ডিসেম্বর ১৪ ১৫:০৫:৫৯
শিল্পকলায় বিজয় দিবসের চলচ্চিত্র উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ থেকে ১৬ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রতিদিন দুইটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম দিন শনিবার বিকেল ৪টায় একাডেমীর ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে প্রদর্শিত হবে জননন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ ও সন্ধ্যা ৬টায় মাসুদ তারেক ও ক্যাথেরিন মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’।

১৫ ডিসেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের ‘শ্যামল ছায়া’ সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’। ১৬ ডিসেম্বর প্রদর্শিত হবে তৌকির আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’বিকেল ৪টায় । এবং ওইদিন সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’।

(দ্য রিপোর্ট/এমএ/রা/আইজেকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর