thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

নতুন নাটক নিয়ে পান্থ শাহরিয়ার

২০১৩ ডিসেম্বর ১৪ ১৫:২০:২৭
নতুন নাটক নিয়ে পান্থ শাহরিয়ার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুইটি নতুন ধারাবাহিক নাটক লিখছেন নাট্যকার পান্থ শাহরিয়ার। একটির নাম ‘কালো মখমল’ আর অন্যটির নাম এখনোও চুড়ান্ত হয়নি। এ ছাড়া মঞ্চের জন্যও আরেকটি নাটক লিখেছেন তিনি।

পুরোদস্তুর নাটক নিয়ে ব্যস্ত আছেন পান্থ শাহরিয়ার। তিনি বলেন, ‘কালো মখমল মূলত মানুষের ভেতরকার গোঁড়ামিকে তুলে ধরবে। সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে প্রতিবাদ করে একটি মেয়ে। এভাবেই গড়ে উঠেছে নাটকটির গল্প। নাটকটি হবে ১০৪ পর্বের।’

তিনি আরও বলেন, “প্রথম ধারাবাহিক ‘কালো মখমল’ পরিচালনা করবেন নিয়াজ মাহবুব। আর রুলীন রহমানকে পরিচালনার জন্য যেটা দেয়া হবে, সেই নাটকটির গল্প গড়ে উঠেছে-দেশভাগের পর জমিদার পরিবারের অন্দরমহলের চিত্র নিয়ে। দীর্ঘ ধারাবাহিক হিসেবে নাটকটি লেখার পরিকল্পনা করা হয়েছে।”

টেলিভিশন নাটকের পাশাপাশি মঞ্চেও সময় দেন পান্থ শাহরিয়ার। সম্প্রতি বেশ কয়েকজন বন্ধু মিলে তৈরি করেছেন ‘ব্ল্যাক কার্টেন’ শিরোনামে একটি রেপার্টরি থিয়েটার। এ জন্য নতুন একটি নাটক লিখেছেন তিনি।

এ বিষয়ে পান্থ শাহরিয়ার বলেন, “নাটকটির নাম ‘অন্ধকার ও মিথেন গ্যাস’। গ্রিক নাট্যকার সফোক্লিসের ‘ঈদিপাস’ থেকে নাটকটির অনুপ্রেরণা নেয়া হয়েছে। আমি এতে কয়লাখনির লোকজনের জীবনকে তুলে ধরেছি।”

তিনি আরও বলেন, ‘নাটক লেখার পর্ব শেষ। এখন মহড়া চলছে। আমার সঙ্গে আছেন ত্রপা, শাহিন, অম্লান, সাজু, ঝুমি, ফয়েজ জহিরসহ আরও অনেকে।’

(দ্য রিপোর্ট/ আইএফ/রা/আইজেকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর