thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

একসঙ্গে কনা-ফাহিম

২০১৩ ডিসেম্বর ১৪ ১৬:১৭:০৭
একসঙ্গে কনা-ফাহিম

দ্য রিপোর্ট ডেস্ক : কণ্ঠশিল্পী ফাহিমের ‘বলছি তোমাকে’ অ্যালবামে একটি গানে ডুয়েট গাইলেন কণ্ঠশিল্পী কনা। ‘জানি তুমি আসবে ফিরে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন বাপ্পী। আর সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ।

কনার সঙ্গে দ্বৈত গাওয়া প্রসঙ্গে ফাহিম বলেন, ‘কনা আপু অনেক বড় মাপের একজন শিল্পী।তার সঙ্গে এমন একটি গান গাইতে পেরে আমি খুব আনন্দিত। আশা করি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

কনা বলেন, ‘ফাহিমের গায়কী আমার খুব মনে ধরেছে। ওর নিজস্ব একটা স্টাইল আছে। আমার বিশ্বাস এই গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

নতুন বছরের শুরুতেই ডেড লাইন মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে ফাহিমের ‘বলছি তোমাকে’। এতে গান থাকছে ১২টি। অ্যালবামের ৬টি গানই দ্বৈত। এগুলোতে কনার পাশাপাশি ফাহিমের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নির্ঝর, আর্নিক, অরিন, নওমী ও কলকাতার সোমছন্দা। গানগুলোর সুর ও সঙ্গীত করেছেন ফুয়াদ, নমন ও জুয়েল মোর্শেদ।

(দ্য রিপোর্ট/আইএফ/রা/আইজেকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর