thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জাতীয় পার্টি নির্বাচনে যাবে : তাজুল ইসলাম

২০১৩ ডিসেম্বর ১৪ ১৬:২৫:২৪
জাতীয় পার্টি নির্বাচনে যাবে : তাজুল ইসলাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও দফতরের দায়িত্বপ্রাপ্ত তাজুল ইসলাম চৌধুরী। গুলশানে রওশন এরশাদের বাসভবনের নিচতলায় শনিবার ৪টা ২০ মিনিটে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যেহেতু আমরা মনোনয়পত্র জমা দিয়েছি এবং তা প্রত্যাহার হয়নি তাই আমরা নির্বাচনে যাচ্ছি।

এ সময় তাজুল ইসলামের কাছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনে যাবেন কিনা জানতে চাইলে তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ যেহেতু ঘোষণা দিয়েছেন নির্বাচনে যাবেন না, তার ব্যাপারে সিদ্ধান্ত আমরা পরে নেব।

সাংবাদিকরা এরশাদের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করছেন কিনা এ প্রশ্ন করলে তিনি জানান, না, আমরা বিদ্রোহী না। আমরা এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এ সময় তার আশপাশে সরকারি সংস্থার কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

(দ্য রিপোর্ট/ সাআ/ এমএইচও/রা/ এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর