thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

টুকু অসুস্থ, হাসপাতালে ভর্তি

২০১৩ অক্টোবর ২৫ ০৯:০৬:৩১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
টুকু অসুস্থ, হাসপাতালে ভর্তি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পুলিশি হেফাজতে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির ছাত্রবিষয়ক এই সহ-সম্পাদককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

মহানগর ডিবির ৩ নম্বর টিমের তত্ত্বাবধানে জরুরি বিভাগের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছে টুকু।

উল্লেখ্য, গত সোমবার রাত ১১টায় পল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির যুগ্ন-আহ্বায়ক রুহুল কবির রিজভীকে দেখতে দলীয় কার্যালয়ে আসলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ।

পরে তাকে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথকভাবে দায়ের করা দু’টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে একটি মামলায় টুকুকে ৬ দিনের রিমান্ডে আনে পল্টন থানা পুলিশ।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর