thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

হৃতিক-সুজানের ঘর ভাঙল

২০১৩ ডিসেম্বর ১৪ ১৬:৪৩:৫৬
হৃতিক-সুজানের ঘর ভাঙল

সুমন মুশাফির, কলকাতা : বেশকিছু দিন ধরেই বলিউডের বাতাসে হার্টথ্রব অভিনেতা হৃতিক রোশন ও তার স্ত্রী সুজানের বিচ্ছেদ নিয়ে ফিসফিসানি শোনা যাচ্ছিল। অবশ্য এ ধরনের কোনো ঘটনার কথা বার বার অস্বীকার করছিলেন ৩৯ বছর বয়সী অভিনেতা হৃতিক। তবে শুক্রবার রাতে এক বিবৃতিতে হৃতিক তাদের বিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করলেন।

বিবৃতিতে হৃতিক বলেন, ‘সুজান ও আমার সম্পর্কের অবসানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের ১৭ বছরের সম্পর্কের ইতি টানা হচ্ছে৷ এটি আমাদের পুরো পরিবারের পক্ষে কঠিন সময়৷ বিয়ে নামক প্রতিষ্ঠানের প্রতি আমার অগাধ আস্থা রয়েছে। এটাকে কেউ যেন বিবাহ-প্রতিষ্ঠান বিরোধী আচরণ হিসেবে মনে না করেন।’

‘ব্যাং ব্যাং’ চলচ্চিত্রের শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছিলেন হৃদিক। বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন আছেন তিনি। তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করায় হৃতিক তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন৷ সঙ্গে এ-ও জানিয়েছেন, ‘খুব তাড়াতাড়ি তিনি সমস্ত বাধা পেরিয়ে জীবনের মূলস্রোতে ফিরবেন৷’

এদিকে, বলিউডে হৃতিক-সুজানের বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে শুরু হয়েছে নানা কানাঘুষা। এর আগে কাইটস চলচ্চিত্রের হৃতিকের সহ-অভিনেত্রী বারবারার সঙ্গে হৃতিকের ‘রোমান্টিক রসায়ন’ নিয়ে গুঞ্জন উঠেছিল।

তবে শুনা যাচ্ছে, এই বিয়ে ভাঙার পিছনে নারী নয়, রয়েছে এক পুরুষের উপস্থিতি। সুজানই নাকি এক বিবাহিত অভিনেতার সঙ্গে ইদানীং ঘনিষ্ঠতায় জড়িয়েছেন। ওই অভিনেতাটি এক সময় মডেলিং করতেন। এখন কমার্শিয়াল-প্যারালাল দু’ধরনের ছবিতেই কাজ করছেন তিনি।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বরই একটি ফিল্মি ব্লগে হৃতিক-সুজানের সম্ভাব্য ভাঙনের কথা ফলাও করে লেখা হয়েছিল। কিন্তু সে সময় সুজানের বোন ফারহা আলী খান টুইটারে লিখেছিলেন, ‘সব মিথ্যে কথা।’ মিডিয়ার দিকে আঙুল তুলে তিনি এ-ও বলেছিলেন, ‘সেলিব্রিটিদের নিয়ে গসিপ করাই মিডিয়ার কাজ হয়ে দাঁড়িয়েছে। যা লেখা হচ্ছে, সব বিশ্বাস করবেন না।’

অবশ্য সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ ১৭ বছরের সম্পর্কের ইতির কথা জানালেন হৃতিক।

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/আইজেকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর