thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাষ্ট্রদ্রোহিতার মামলায় মুশাররফকে বিশেষ আদালতে তলব

২০১৩ ডিসেম্বর ১৪ ১৭:৫১:৩৩
রাষ্ট্রদ্রোহিতার মামলায় মুশাররফকে বিশেষ আদালতে তলব

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তলব করেছে দেশটির একটি বিশেষ আদালত । অভিযোগ প্রমাণিত হলে মুশাররফের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন। খবর দ্য ট্রিবিউন এক্সপ্রেসের।

আগামী ২৪ ডিসেম্বর মুশাররফকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ১৭ নভেম্বর দেশটির সংবিধানের ছয় নম্বর অনুচ্ছেদের অধীনে মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে সরকার।

সিন্ধু হাইকোর্টের বিচারপতি ফয়সাল আরাবের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানিতে অংশ নেবেন।

সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যা ষড়যন্ত্র, বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যা ও লাল মসজিদে সেনা অভিযানের মামলায় জামিন লাভের পর মুশাররফের বিরুদ্ধে ফের আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির সরকার।

(দ্য রিপোর্ট/ কেএন/ নূরু/এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর