thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘এরশাদকে জোর করে কবুল বলাতে চায়’

২০১৩ ডিসেম্বর ১৪ ১৯:০৯:৪০
‘এরশাদকে জোর করে কবুল বলাতে চায়’

ময়মনসিংহ সংবাদদাতা : কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ কবুল বলতে চায় না। হাসিনা এরশাদকে জোর করে কবুল বলাতে চায়। শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ১২৮ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাহলে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দরকার কি ?

ময়মনসিংহ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ইয়াহিয়া সরকারকে হারানো হয়েছে। এ শাড়ি পড়া সরকারকে হারানো অসম্ভব নয়। সুস্থ এরশাদকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে রেখেছেন। আর যারা অসুস্থ আছেন তাদের উপায় কি হবে। বাংলাদেশে যে নাটক হচ্ছে সেই নাটক বন্ধ করেন।

কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

(দ্য রিপোর্ট/একে/নূরু/এপি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর