thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

নাটক বন্ধ করুন : এরশাদকে শাহ মোয়াজ্জেম

২০১৩ ডিসেম্বর ১৪ ১৯:১৮:০৪
নাটক বন্ধ করুন : এরশাদকে শাহ মোয়াজ্জেম

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে উদ্দেশ্ করে বলেছেন, ‘নাটক বন্ধ করুন। যথেষ্ট হয়েছে। আপনি বলেছিলেন, বন্দুকে চারটা গুলি রয়েছে, কিছু হলে আত্মহত্যা করবেন। কিন্তু কোথায় গেল আপনার গুলি আর বন্দুক? কে ঠেকিয়ে রেখেছে আপনার আত্মহত্যা- রওশন, মেরি, বিদিশা নাকি অন্য কেউ।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

এরশাদকে উদ্দেশ্ করে তার সরকারের সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আপনি যেভাবে লাফঝাপ করে বলেছেন, আজ আমি মুক্ত। কিন্তু কোথায় গেল আপনার মুক্ত জীবন?’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘বিরোধীদের জেলে আটকে রাখা গুম আর হত্যার জন্য আপনার নাম গিনেজ বুকে আসতে পারে।’

ভারতের ইঙ্গিতেই শাহবাগী গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়েছে উল্লেখ করে দেশের প্রবীণ এ রাজনীতিক বলেন, ‘ওখানে একজন ডাক্তার আছেন, তার নাম উচ্চারণ করেতে চাই না। কারণ আমার ওজু আছে। উনার নাম নিলে আমার ওজু ভেঙে যেতে পারে।’

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনকে কালো বিড়ালের উপমা দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেন, ‘উনার মুখ বেঁকিয়ে কথা বলা দেখলে আমার গা জ্বলে। তিনি রাষ্ট্রপতিকে বলেন ভগ্নীপতি। এই সুরঞ্জিত বাবু সংবিধানে স্বাক্ষর করেননি। কিন্তু সংবিধানে এখন ইসলাম থাকবে কি না তাও ঠিক করেন তিনি।’

বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দেশের র‌্যাব বাহিনী এখন পাকবাহিনীর ভূমিকা পালন করছে। জোর করে এ দেশে ব্রিটিশ, আইয়ুবরা ক্ষমতায় থাকতে পারেনি হাসিনাও পারবেন না।’

ভারতের উদ্দেশে সাবেক এ মন্ত্রী বলেন, ‘এ দেশ আমরা স্বাধীন করেছি কোনো দেশের গোলামী করার জন্য নয়। আওয়ামী লীগ ভারতের গোলামী করতে করতে তাদের সামান্য নীতি বোধও শেষ হয়ে গিয়েছে।’

শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস/নূরু/এনডিএস/ডিসেম্বর ১৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর