thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পুরুষ এককে রিপন চ্যাম্পিয়ন

২০১৩ ডিসেম্বর ১৪ ১৯:৫৪:৩০
পুরুষ এককে রিপন চ্যাম্পিয়ন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্লেজার বিডি বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিসের পুরুষ এককে রিপন চ্যাম্পিয়ন হয়েছেন। প্রমীলা এককে রাহিমা এবং ক্যাডেট এককে আকাশ চ্যাম্পিয়ন হয়েছেন।

শনিবার পুরুষ এককের ফাইনালে রিপন ১১-৮, ১১-৯, ১১-৮ ও ১১-৮ পয়েন্টে হারিয়েছেন একই দলের শাহেদকে। প্রমীলা এককের প্রতিযোগিতা লিগ ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। এ ইভেন্টে রাহিমা ৪ ম্যাচের ৪টিতেই জয় পেয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

অপরদিকে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জয় এবং ১টিতে হেরে ৭ পয়েন্ট নিয়ে রানার আপ হয়েছেন শারমিন। আর ক্যাডেট একক ফাইনালে আকাশ ৪-০ গেমে বিকেএসপির দেবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ দলগত ফাইনালে প্যারাডাইস দল ৩-০ সেটে একতা শ্রীপুরকে সহজেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর