thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভিয়েতনামে মাদক পাচারের দায়ে ৫জনের মৃত্যুদণ্ড

২০১৩ ডিসেম্বর ১৪ ২০:৪৯:৪১
ভিয়েতনামে মাদক পাচারের দায়ে ৫জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক : মাদক পাচারের দায়ে চার নারীসহ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ভিয়েতনামের একটি আদালত। একই অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

নগহে এন প্রদেশের একটি আদালত এ রায় দেয়। পার্শ্ববর্তী দেশ লাওসে গত বছরের মার্চ থেকে জুলাই মাসের মধ্যে ৮৯ কিলোগ্রাম হেরোইন পাচারের দায়ে এসব শাস্তি দেওয়া হয় তাদের।

২০১১ সালে সমাজতান্ত্রিক দেশটি মানবিক কারণে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার বদলে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত দেয়। তবে, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের অভাবে এ পর্যন্ত মাত্র সাতজনকে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ভিয়েতনামে প্রায় সাত শ’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে। (সূত্র: এপি)

(দ্য রিপোর্ট/ কেএন/ নূরু/এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর