thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

তৃতীয় জামাল

২০১৩ ডিসেম্বর ১৪ ২০:৫৫:১৭
তৃতীয় জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের গলফার জামাল হোসেনের। তৃতীয় রাউন্ডে দ্বিতীয় স্থানে থাকলেও যুগ্মভাবে তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।

প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই) আয়োজিত টুর্নামেন্টে সব মিলিয়ে পারের চেয়ে একশট কম খেলেছেন জামাল। টুর্নামেন্টে অপর ২ বাংলাদেশি শাখাওয়াত হোসেন সোহেল যুগ্মভাবে ৪০তম ও রেজাউল করিম যৌথভাবে ৪৭তম হয়েছেন।

নয়ডা গলফ কোর্সে প্রতিযোগিতায় শুরু থেকেই লিডার্স বোর্ডে ওপরের দিকে ছিলেন জামাল। ৭২ শট পারের টুর্নামেন্টটিতে প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম, দ্বিতীয় রাউন্ডে পারের সমান এবং চতুর্থ ও শেষ রাউন্ডে পারের চেয়ে একশট কম খেলেছেন জামাল। শনিবার প্রথম, দ্বিতীয়, পঞ্চম ও অষ্টম হোলে বার্ডি আদায় করে শিরোপা জয়ের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু দ্বাদশ ও ১৫তম হোলে বোগি ও ১৪তম হোলে ডাবল বোগি করে পারের সমান করে ফেলেন। তবে ১৮তম হোলে আবার বার্ডি করে সব মিলিয়ে আন্ডার পার ওয়ানে প্রতিযোগিতা শেষ করেছেন।

টুর্নামেন্টে শ্রীলঙ্কার এন থাঙ্গারাজা চ্যাম্পিয়ন ও ভারতের রাহুল বাজাজ রানার-আপ হয়েছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/নূরু/সিজি/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর