thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ব্রিটিশ গুপ্তচর আটকের দাবি ইরানের

২০১৩ ডিসেম্বর ১৪ ২১:১৮:২০
ব্রিটিশ গুপ্তচর আটকের দাবি ইরানের

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম ১৬-এর এক গুপ্তচরকে আটকের দাবি করেছে ইরান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কেরমান শহরে তাকে আটক করা হয় বলে জানা গেছে। খবর বিবিসির।

কেরমানের আদালতের প্রধান জানান, অভিযুক্ত ওই গুপ্তচর ইরানের অভ্যন্তরে ও বাইরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ১১ বার যোগাযোগ করেছেন।

অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করেছে ও মামলাটি বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

তবে এ ব্যাপারে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

ইরান ও ব্রিটেন তাদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রাক্কালে এই গুপ্তচর আটকের খবর জানালো ইরান।

২০১১ সালে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর বিক্ষোভের জেরে ব্রিটেন তাদের ইরানি দূতাবাস বন্ধ করে দেয়।

প্রসঙ্গত, ইরান প্রায়ই বিদেশি গুপ্তচর আটকের ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/ কেএন/নূরু/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর