thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

ইতালিতে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন বন্ধ

২০১৩ ডিসেম্বর ১৪ ২১:৪০:১৫
ইতালিতে রাজনৈতিক দলগুলোর অর্থায়ন বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির সরকার রাজনৈতিক দলগুলোর জন্য অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কোনো কোনো রাজনৈতিক নেতা এসব অর্থ ব্যক্তিগত আরাম-আয়েশের কাজে ব্যবহার করছে- এমন অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এপির।

দেশটির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তা শুক্রবার ক্যাবিনেটের একটি বৈঠকে জানান, রাজনৈতিক দলগুলোর জন্য জনগণের অর্থায়ন বন্ধে তার সরকার ডিক্রি জারি করেছে।

তবে করদাতারা চাইলে তাদের বার্ষিক আয়ের ০.২ শতাংশ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্যে দিতে পারবে। আর যদি তারা কোনো রাজনৈতিক দলকে অর্থ দিতে না চায়, তাহলে এই অর্থ সরকারের সাধারণ খরচের খাতে ব্যয় করা হবে।

(দ্য রিপোর্ট/ কেএন/নূরু/ এমডি/ ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর