thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

নতুন চলচ্চিত্রে সিনথিয়া

২০১৩ ডিসেম্বর ১৪ ২১:৪১:১০
নতুন চলচ্চিত্রে সিনথিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বলো না কোথায় তুমি’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা সিনথিয়া। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ‘বাজনা’ স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটির মহরত ঘোষণা করা হয়।

চলচ্চিত্রের কাহিনীতে দেখা যাবে- গ্রামে দুই পরিবারের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর চাকরির তাগিদে শহরে পাড়ি জমায় ছেলেটি। শহরে গিয়ে কিছুদিন মেয়েটির সঙ্গে যোগাযোগ রাখলেও এক সময় তা বন্ধ হয়ে যায়। মেয়েটি ছেলেটিকে খুঁজতে শহরে যায়। সেখানে গিয়ে জানতে পারে, তার প্রেমিক এক শহুরে মেয়ের প্রেমে পড়েছে। শুরু হয় দ্বন্দ্ব। প্রেম ও সংঘাতনির্ভর এমনি এক গল্পের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এম কে জামান (মাস্টার) ।

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সিনথিয়া বলেন, ‘গল্পটি ভালোই। চুক্তিবদ্ধ হলাম। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে শুটিং শুরু করার সম্ভাবনা রয়েছে।’

পরিচালক এম কে জামান বলেন, ‘পড়শী, কিশোর ও স্বীকৃতির কণ্ঠে ‘তুমি আমার স্বপ্ন/তুমি আমার আশা’ গানটি রেকর্ডিংয়ের মাধ্যমে শুভ মহরত করলাম। আমাকে আশীর্বাদ করতে এসেছিলেন চলচ্চিত্র পরিচালক শহিদুল ইসলাম খোকন, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।’

আথিনা মাল্টিমিডিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা করছেন নাসির উদ্দিন। ফিরোজ প্লাবনের কথা ও সুরে চলচ্চিত্রটির গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন- এস আই টুটুল, ন্যান্সি, পড়শী, রুপক, কিশোর, স্বীকৃতি, বেলী ও নীপা।

‘বলো না কোথায় তুমি’ চলচ্চিত্রটিতে সিনথিয়া ছাড়া আরও যারা অভিনয় করছেন- কাজী হায়াত, অমিত হাসান, সাদেক বাচ্চু, হ্যাপি, নবাগত সানি, সুশীল, রেবেকা, রেহানা জলি প্রমুখ।

উল্লেখ্য, শাহিন-সুমনের ‘তুমি আমার প্রেম’, সাফি-ইকবালের ‘বড় ভাই জিন্দাবাদ’, নাদিম মাহমুদের ‘এক জনমের কষ্টের প্রেম’ ইত্যাদি চলচ্চিত্রে সিনথিয়া অভিনয় করেছেন।

(দ্য রিপোর্ট/আইএফ/নূরু/আইজেকে/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর