thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চাঁদপুরে জাতীয় পার্টির হরতাল রবিবার

২০১৩ ডিসেম্বর ১৪ ২২:০৮:০৬
চাঁদপুরে জাতীয় পার্টির হরতাল রবিবার

চাঁদপুর সংবাদদাতা : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরাশদকে চিকিৎসার নামে আটকের প্রতিবাদে চাঁদপুরে রবিবার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করেছে জেলা জাতীয় পার্টি।

চাঁদপুর শহরের মিশন রোডস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৮ টায় জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি নুরুল হক বাচ্চু মিয়াজী ও ভারপ্রাপ্ত সেক্রেটারি সফিউল আজম শাহজাহান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা গণমাধ্যমকর্মীদের জানানো হয়।

এ সম্মেলনে জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. মো. মহসীন খান হরতালের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে টানাহেঁচড়া আমরা কামনা করি না। জাতীয় পার্টি কখনো সহিংস রাজনীতি করে না, করবেও না। রবিবার সারা জেলায় শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল পালন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/এমবি/নূরু/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর