thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

কুষ্টিয়ায় ব্যবসায়ী নেতা দুলালকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৪ ২৩:৪৫:২৫
কুষ্টিয়ায় ব্যবসায়ী নেতা দুলালকে গুলি করে হত্যা

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া বাস মিনিবাস-মালিক সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন দুলালকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার রাত সাড়ে ৯টায় বাড়ি ফেরার পথে শহরের হাউজিং এলাকার সি/২৪ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুর হোসেন দুলাল শহরের জেলখানা মোড় থেকে মোটরসাইকেল যোগে হাউজিং এলাকার সি/২৪ ব্লকে অবস্থিত তার নিজ বাসভবনে ফিরছিলেন। এসময় বাসভবনের দুইশ গজ দুরে একটি মটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী খুব কাছ থেকে নুর হোসেন দুলালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষনিক তাকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। সেখানে তার মৃত্যু ঘটে বলে জানিয়েছে হাসপাতাল সুত্র।

কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/ডিডি/এমসি/ডিসেম্বর ১৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর