thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চট্টগ্রাম-বান্দরবান সড়কে গাড়ি ভাঙচুর, আহত ২০

২০১৩ ডিসেম্বর ১৫ ০১:১৮:৫৬
চট্টগ্রাম-বান্দরবান সড়কে গাড়ি ভাঙচুর, আহত ২০

চট্টগ্রাম সংবাদদাতা : হরতাল শুরুর আগেই চট্টগ্রাম-বান্দরবান সড়কের হলুদিয়া এলাকায় রাতে গাড়ি ভাঙচুর করেছে জামাত শিবিরকর্মীরা। এতে শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বান্দরবান শ্যমলী কাউন্টারের ম্যানেজার রফিক জানান, রবিবার রাত ১২টার দিকে ঢাকা থেকে বান্দরবানগামী শ্যমলী পরিবহণ চট্টগ্রাম-বান্দরবান সড়কের হলুদিয়ায় পৌঁছালে জামায়াত শিবিরকর্মীরা ভাঙচুর করে। তারা এর পেছনে থাকা আরো ৫টি গাড়ি ভাঙচুর করেছে। শ্যমলীর যাত্রী লালজারলম বম জানান গাজীপুরের খ্রিষ্টান মিশনারীতে লেখাপড়ারত ছাত্রছাত্রী এবং অবিভাবকেরা শ্যমলী বাসটি রিজার্ভ করে বান্দরবান আসছিল। হলুদিয়ায় বাসটি হামলার শিকার হয়। এসময় তিনি তার মেয়ে মালসমপার বমসহ ২০ জন আহত হয়েছে। আহত অনেককে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থনার ভারপাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বলেন, ‘গাড়ি ভাঙচুরের কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে।’

বান্দরবান থানর ভারপাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ বলেন, ‘এলাকাটি আমাদের আওতায় পড়েনি তাই বিস্তারিত বলতে পারবো না তবে গাড়ি ভাঙচুরের কথা শুনেছি।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর