thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চীনের চন্দ্র বিজয়

২০১৩ ডিসেম্বর ১৫ ০২:০৪:১১
চীনের চন্দ্র বিজয়

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের মনুষ্যবিহীন মহাকাশযান চ্যাং-থ্রি সফলভাবে চাঁদে অবতরণ করেছে। ৩৭ বছরের মধ্যে এটি চাঁদের মাটিতে প্রথম সফল সফট ল্যান্ডিং।

শনিবার চীনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া নয়টার দিকে মহাকাশযানটি চাঁদের মাটি স্পর্শ করে। যা চীনের উচ্চাভিলাষী চন্দ্র অভিযানকে কয়েক কদম এগিয়ে দিলো।

চীনের সরকারি সংবাদ মাধ্যম অভিযানটি সরাসরি সম্প্রচার করে। টেলিভিশন ফুটেজে দেখা যায় বেইজিং এ্যারোস্পেস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উল্লসিত টেকনিশিয়ান ও বিজ্ঞানীরা এসময় হাত তালি দিতে থাকেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন।

মহাকাশযানটি চাঁদের বে অব রেইনবোর সিনাস ইরিডাম নামের স্থানে অবতরণ করেছে। চন্দ্র অভিযানে চিফ ডিজাইনার য়ু উয়রেন বলেছেন, ‘এই অভিযানের সবচেয়ে কঠিন কাজ ছিলো সফট-ল্যান্ডিং।’

এটি চাঁদের মাটিতে তৃতীয় রোবোটিক অভিযান। তবে এই অভিযানটি অন্যবারের চেয়ে নানা দিক থেকে আলাদা। নভোযানটিতে আছে সৌরশক্তিচালিত য়ুতু নামের চাকাওয়ালা রোবট। এটি তিন মাস ধরে খননকাজ ও ভূতাত্ত্বিক জরিপ চালাবে।

চীনের হেরিটেজ ফাউন্ডেশনের ডিন চেং বলেছেন, ‘আমরা এমন কিছু করেছি যা মাত্র দুটি দেশ আগে করেছে- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন।’

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর