thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

পল্টন থানায় জিডি করলেন ব্যারিস্টার রাজ্জাক

২০১৩ ডিসেম্বর ১৫ ০২:১৬:৩২
পল্টন থানায় জিডি করলেন ব্যারিস্টার রাজ্জাক

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর অভিযোগ এনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার দুপুরে পল্টন মডেল থানায় তিনি এ জিডি করেন। যার নম্বর ৮৪৩।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার দ্য রিপোর্টকে বলেন, ‘আমি জিডির বিষয়টি শুনেছি। তার এক প্রতিনিধি থানায় এসে জিডি করেছেন। এখন বিষয়টি খতিয়ে দেখা হবে।’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জিডিতে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার নামে খোলা কয়েকটি অ্যাকাউন্ট দেখে আমি বিস্মিত। ফেসবুকে আমার একটি মাত্র অ্যাকাউন্ট রয়েছে, যা ৪ জানুয়ারী ২০১২ সালে খোলা হয়। আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশে অ্যাকাউন্টগুলো খোলা হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশে পরিকল্পিতভাবে এ সকল অ্যাকাউন্ট থেকে বেআইনি, অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এমএইচও/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর