thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বার্সায় আনন্দ, রিয়ালে বিষাদ

২০১৩ ডিসেম্বর ১৫ ০৪:০৬:৪০
বার্সায় আনন্দ, রিয়ালে বিষাদ

দ্য রিপোর্ট ডেস্ক : ছন্দে রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কাঁধে ভর করে দুরন্ত স্পেনের ক্লাব বার্সেলোনাও। রবিবার লা লিগায় তার জোড়া গোলে কাতালানরা ২-১ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। বার্সা শিবির আনন্দে ভাসলেও উল্টো দৃশ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। তারা ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে ওসাসুনার সঙ্গে।

সফরকারী ভিয়ারিয়াল ন্যু কাম্পে রীতিমতো নুইয়ে পড়েছে বার্সার গতির সামনে। শুরুতে থেকে শেষ পর‌্যন্ত খেলায় আধিপত্য ছিল গেরার্দো মার্তিনোর শিষ্যদের। অসহায় দর্শকের ভূমিকা পালন করেছে ভিয়ারিয়াল।

খেলার ৩০ মিনিটে পেনাল্টি পেয়েছে বার্সা। স্পট কিক থেকে গোল করতে কোনো সমস্যা হয়নি ফরোয়ার্ড নেইমারের। ইনজুরির জন্য লিওনেল মেসি মাঠের বাইরে চলে যাওয়ার পর বার্সার আক্রমণভাগের নেতৃ্ত্ব দিচ্ছেন সান্তোসের সাবেক এই ফরোয়ার্ড। নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করছেন এই তরুণ তুর্কী। দিনকয়েক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও সেলটিকের বিপক্ষে গোল করেছেন তিনি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুর্দান্ত বার্সা। ৪৮ মিনিটে বার্সার পয়েন্টের হিসাবে ভাগ বসায় সফরকারীরা। এই অর্ধে সমতায় ফেরে দলটি। কিন্তু তা ধরে রাখতে পারেনি ভিয়ারিয়াল।

বার্সা শিবিরে স্বস্তি ফিরিয়েছেন নেইমার। ৬৮ মিনিটে চিলির ফরোয়ার্ড সানচেজের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেছেন ব্রাজিলের এই উইঙ্গার। এ জয়ে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো তৃপ্তির ঢেকুর তুলতে পারেনি রিয়াল। শত চেষ্টা করেও দলকে পুরো ৩ পয়েন্ট উপহার দিতে ব্যর্থ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, গেরেথ বেলে ও করিম বেনজেমারা।

ওসাসুনার মাঠে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ২টি গোলই করেছেন অরিওল রিয়েরা। পর পর ২ গোল হজমের পর ৪৫ মিনিটে একটি গোল শোধ করেছে রিয়াল। জালে বল জড়িয়েছেন ইসকো। অবশ্য এর ঠিক এক মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয়েছে সফরকারীরা। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন রিয়ালের সার্জিও রামোস।

বিরতির পর গোল করতে পারেনি ওসাসুনা। তবে জয় না পেলেও এই অর্ধে সমতায় ফিরতে পেরেছে রিয়াল। পেপের গোলের কল্যাণে পুরো ৩ পয়েন্ট না পেলেও অর্ধেক পয়েন্ট পেয়েছে কার্লো আনচেলত্তির দল। ৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়েছে প্রতিপক্ষও। বাকি সময় গোল হয়নি। তাই ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়ালকে। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল।

(দ্য রিপোর্ট/সিজি/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর