thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গ্রেনেড হামলায় নাইরোবিতে ৫ জন নিহত

২০১৩ ডিসেম্বর ১৫ ০৬:২৬:৩১
গ্রেনেড হামলায় নাইরোবিতে ৫ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাসে গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার এক টুইটার বার্তায় আনুষ্ঠানিকভাবে ঘটনাটি স্বীকার করেন।

নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। এছাড়া আরও অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের অনেককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। মন্ত্রী আরো জানান, পানগানি এলাকায় ঘটনাটি ঘটেছে। এই এলাকাটি সোমালী অধ্যুষিত।

আল জাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানান, বিস্ফোরণে বাসটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে পাশে থাকা আরেকটি বাস অক্ষত রয়েছে।

এর আগে শুক্রবারে দেশটির উত্তর-পূর্ব দিকের শহর উজিরে জোড়া বিস্ফোরণে একজন নিহত এবং কমপক্ষে তিনজন আহত হয়। খবর সিএনএন ও আল জাজিরার।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এমসি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর