thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চাঁদপুরে লুটপাট করে ৩ গাড়িতে আগুন

২০১৩ ডিসেম্বর ১৫ ০৮:৩৫:০৪
চাঁদপুরে লুটপাট করে ৩ গাড়িতে আগুন

চাঁদপুর সংবাদদাতা : হরতাল চলাকালে রবিবার ভোরে চাঁদপুরে একটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা লুটপাট করে নেয়।

সৌদিয়া গাড়িচালক চান মিয়া ও সিএনজিচালক শহীদুল্ল্যাহ জানান, রবিবার ভোরে চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর-খাজুরিয়া এলাকায় কায়েকটি গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে জামায়াত- শিবিরকর্মীরা। রাস্তায় গাছ দেখে তাদের বাস ও সিএনজিসহ একটি পিকআপ ভ্যান আটকে যায়।

চান মিয়া জানান, তার বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। এ সময় ১৫-২০ জন শিবিরকর্মী বাসটিতে উঠে যাত্রীদের কাছে থাকা টাকা পয়সা লূটপাট করে। পরে শিবিরকর্মীরা গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়। বাসটির পিছনে থাকা সিএনজিও পিকআপ ভ্যানটিতে আগুন দেয় শিবিরকর্মীরা। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই গাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায় বলে জানান তিনি।

সকাল সাড়ে ৬টার দিকে সহকারী পুলিশ সুপার আবু হানিফ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এদিকে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরাশদকে চিকিৎসার নামে আটকের প্রতিবাদে চাঁদপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে স্থানীয় জাতীয় পার্টি।

(দ্য রিপোর্ট/এমবি/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর