thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সাতক্ষীরায় ‘ডাকাত’ হবি নিহত

২০১৩ ডিসেম্বর ১৫ ০৯:৪০:৩২
সাতক্ষীরায় ‘ডাকাত’ হবি নিহত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ‘ডাকাত’ হবি (৩৫) গুলিতে নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টা পর‌্যন্ত তার গুলিবিদ্ধ মৃতদেহ সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারের মাংসপট্টির পাশে পড়ে ছিল।

নিহত হবিবর রহমান হবি কুচপুকুর গ্রামের আকবর আলীর ছেলে। রবিবার সকালে এলাকাবাসী তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, হবিবর রহমান হবি একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ৪টি হত্যা, ৬টি ডাকাতিসহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে।

শনিবার রাতের কোনো এক সময় কে বা কারা তাকে হত্যা করে কদমতলা বাজারের পাশে একটি গলিতে ফেলে রেখে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনা নিশ্চিত করে বলেন, সুরতহাল রিপোর্টের পর জানা যাবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। কারা এ হত্যার সাথে জড়িত তা এখনও জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর