thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘মঞ্চ নির্মাণ ১টার মধ্যে শেষ হবে’

২০১৩ অক্টোবর ২৫ ১১:০৫:৩৫
‘মঞ্চ নির্মাণ ১টার মধ্যে শেষ হবে’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বৃষ্টির কারণে কিছু সময় বন্ধ থাকার পর এখন পুরোদমে চলছে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশের মঞ্চ নির্মাণকাজ।

ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক শাহে আলম বলেন, ‘দুপুর ১টার মধ্যে আমরা মঞ্চ নির্মাণ শেষ করবো। তারপর দুপুর ২টায় শুরু হবে সমাবেশ।’

তবে ৪৮ ফুট দৈর্ঘ্য, ২৪ ফুট প্রস্থ ও ৬ ফুট উচ্চতার এ মঞ্চের পাটাতন বসানোর কাজ শেষ।

মঞ্চে বিএনপি চেয়ারপারসনের একটি, স্থায়ী কমিটির সদস্যদের ১৭টি ও শরিক দলের ১৭টিসহ ৪০টি আসন রাখা হবে।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রায় ১০ লাখ নেতাকর্মী ও সর্মথক সমাবেশে উপস্থিত হবে বলে আশা করছেন দলের নেতারা।

দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে। বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকে ‍বিপুলসংখ্যক নেতাকর্মী-সমর্থক সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।

অপরদিকে, সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে বিপুলসংখ্যক পুলিশ পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে।

(দিরিপোর্ট২৪/এস/এএস/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর