thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

রাজধানীর মিরপুরে পুলিশের লাশ উদ্ধার, স্ত্রী আটক

২০১৩ ডিসেম্বর ১৫ ১১:২৩:৩০
রাজধানীর মিরপুরে পুলিশের লাশ উদ্ধার, স্ত্রী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরের একটি বাসা থেকে পুলিশের এএসআই হুমায়ুন কবিরের (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী রহিমা সুলতানা রুমিকে (২৭) আটক করেছে পুলিশ।

মিরপুর থানা এসআই আহসান হাবীব জানান, শনিবার রাত ২টার দিকে পূর্ব মণিপুরের ১০৫০/৩ কাঠালতলার একটি বাসা থেকে এএসআই হুমায়ুন কবিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, হুমায়ন কবিরকে বিষ প্রয়োগ না শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তা জানতে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত হুমায়ুন কবির শাহ আলী থানার এএসআই ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, তিনি শুনেছেন হুমায়ুন কবিরের সঙ্গে তার স্ত্রীর প্রায় ঝগড়া হতো। এ কারণে তার স্ত্রী তাকে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

নিহত হুমায়ুন কবির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভবানীপুর গ্রামে। তার বাবার নাম ইউসুফ হোসেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর