thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চট্টগ্রামে পানিসম্পদ মন্ত্রীর বাড়িতে ককটেল

২০১৩ ডিসেম্বর ১৫ ১১:৪১:২০
চট্টগ্রামে পানিসম্পদ মন্ত্রীর বাড়িতে ককটেল

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সহকারি পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন (হাটহাজারী সার্কেল) জানান, রবিবার ফজরের নামাজের পর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি লক্ষ করে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা আকবর হায়দার চৌধুরী জানান, ফজরের নামাজের পর ককটেলের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। বাইরে এসে কাউকে দেখতে পাননি তিনি।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মোবাইল ফোনে দ্যা রিপোর্টকে জানান, ‘আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরিবারের সবাই এখন আতঙ্কিত’। আনিসুল ইসলাম মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। এবার তিনি হাটহাজারী আসন থেকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর