thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মিশ্র প্রবণতায় পুঁজিবাজার

২০১৩ ডিসেম্বর ১৫ ১১:৪১:২০
মিশ্র প্রবণতায় পুঁজিবাজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় রবিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। শুরুতে বাজার সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও দুপুর একটার পর থেকে নিম্নমুখী প্রবণতা ফিরে আসে।

দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪২৯৬ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৯০ লাখ ৪৩ হাজার টাকা।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৯৯ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪৪৫ পয়েন্টে। লেনদেন হওয়া ২১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪০ কোটি ৯৪ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর