thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

শিল্পকলায় ‘নাগর আলীর কিচ্ছা’

২০১৩ ডিসেম্বর ১৫ ১১:৫০:০৭
শিল্পকলায় ‘নাগর আলীর কিচ্ছা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে রবিবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে দৃষ্টিপাত নাট্যদলের নাটক নাগর আলীর কিচ্ছা। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ম আ সালাম।

নাটকটির গল্পে উঠে এসেছে নদীভাঙনে বাস্তুভিটা হারা এক স্বপ্নবাজ যুবকের নগরে ছুটে আসার গল্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ম আ সালাম, শুক্লা, স্বপন দাস, লায়লা, কাজী আনিস, শিউলী, সালাম বাদল, স ম হাসান, এস এ হক অলিক, আকাশ আহমেদ, আজিম, মনির, এনামুল, মোরশেদ, অভি, মানিক,আসলাম, দিপু, লিয়ন, ইমরান, রিয়াদ, রফিক, আবির, রাজিব, শাওন, আজম ও সৈয়দ আলী।

(দ্য রিপোর্ট/এমএ/লতিফ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর