thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

হরতালে সচিবালয়ের বাইরে কঠোর নিরাপত্তা

২০১৩ ডিসেম্বর ১৫ ১১:৫২:৩৩
হরতালে সচিবালয়ের বাইরে কঠোর নিরাপত্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সচিবালয়ের বাইরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সচিবালয়ের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।

সচিবালয়ের এক ও দুই নম্বর গেটের সামনের সড়কে গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে না। বন্ধ করে দেয়া হয়েছে সচিবালয়ের পশ্চিম পাশের রাস্তাটিও।

তবে সচিবালয়ের ভেতরে তেমন নিরাপত্তা চোখে পড়েনি। সচিবালয়ের স্বাভাবিক কাজকর্মেও হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই উপস্থিত হয়েছেন।

সচিবালয়ে দর্শনার্থী ও তদবিরকারীদের উপস্থিতি খুবই কম। এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ প্রায় দর্শনার্থী শূণ্য দেখা গেছে।

লিফটগুলোর সামনেও লোকজনের তেমন ভিড় নেই। কর্মকর্তাদের কেউ কেউ অফিসে আসতে অফিসের গাড়ি ব্যবহার করেননি বলে জানা গেছে। তাই পার্কিং এর স্থানগুলো ফাঁকা পড়ে আছে।

স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

(দ্য রিপোর্ট/আরএমএম/লতিফ/কেএন/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর