thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মুশাররফকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পারবে না পুলিশ

২০১৩ ডিসেম্বর ১৫ ১২:৫৪:৫৭
মুশাররফকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পারবে না পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল পারভেজ মুশাররফকে ডিসেম্বরের ২০ তারিখে দুর্নীতিবিরোধী আদালতে হাজির হওয়ার সময় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আদালতকে পুলিশ রবিবার জানিয়েছে, সাবেক সেনা প্রধানের ওপর হামলার আশঙ্কা থাকায় তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া অসম্ভব।

২০০৭ সালে মুশাররফের শাসনামলে বিচারকদের আটক রাখার মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করা হবে।

মুশাররফের দলের মুখপাত্র আসিয়া হক জানান, মুশাররফের জীবনের ঝুঁকি থাকায় তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পারবে না পুলিশ।

মুশাররফের উপদেষ্টা এক আবেদনে জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্টের আদালতে উপস্থিত হওয়া বিপজ্জনক। তাই কোনো নিরাপদ স্থানে এই শুনানি হওয়ার আবেদন জানান তিনি।

এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিনিধি বিকল্প জায়গায় শুনানির জন্য বিচারককে জানিয়েছেন।

২০ ডিসেম্বর শুনানিকে সামনে রেখে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে আদালত।

পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তালেবান মুশাররফকে হত্যার হুমকি দিয়ে জানিয়েছে, মুশাররফকে হত্যার জন্য তাদের বিশেষ স্কোয়াডের আত্মঘাতী হামলাকারীরা প্রস্তুত রয়েছে। সূত্র : এএফপি

(দ্য রিপোর্ট/কেএন/লতিফ/এইচএসএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর