thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

নারায়ণগঞ্জে পুলিশ-শিবিরকর্মী সংঘর্ষ, আটক ২

২০১৩ ডিসেম্বর ১৫ ১২:৫১:০৮
নারায়ণগঞ্জে পুলিশ-শিবিরকর্মী সংঘর্ষ, আটক ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জামায়াত-শিবিরের হরতাল চলাকালে রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের উকিলপাড়া এলাকায় হরতালের সমর্থনে শিবিরকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়। এ ছাড়া ছয়জন আহত হয়। পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে আটক করে নারায়ণগঞ্জ দুইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মন্জুর কাদরে জানান, নাশকতার উদ্দেশে শিবিরকর্মীরা মিছিল কর। দুইজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/লতিফ/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর