thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

প্রতিবাদবন্ধনে ব্যবসায়ীদের আহ্বান

অসুস্থ রাজনীতি নয়; সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করুন

২০১৩ ডিসেম্বর ১৫ ১৩:৪৪:৩১
অসুস্থ রাজনীতি নয়; সমঝোতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘অসুস্থ রাজনীতি দেখতে চান না দেশের ব্যবসায়ী সমাজ, রাজনৈতিক সমঝোতা চাই, গণতান্ত্রিক চর্চা চাই। অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে দেশে শান্তি ফিরিয়ে আনুন।’ রবিবার সকাল সাড়ে ১১টায় মতিঝিলে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদবন্ধন কর্মসূচিতে সরকারের উদ্দেশ্যে এ কথা বলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতা না হলে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

প্রতিবাদবন্ধন কর্মসূচিতে এফবিসিসিআই’র সাবেক সভাপতি সালমান এফ রহমান, আনিসুল হক, একে আজাদ, মীর নাসির হোসেন, তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলামসহ বিভিন্ন চেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর মুক্তি দাবি করে কাজী আকরাম বলেন, যাদের জন্য আজ সারাদেশে হিংসা বিদ্বেষের রাজনীতি ছড়িয়ে পড়েছে তাদের সাথে রাজনৈতিক সমঝোতা করে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ তৈরি করতে হবে।

সালমান এফ রহমান উপস্থিত লাখো ব্যবসায়ীর উদ্দেশ্য বলেন, আজকে কি পরিস্থিতি তা বলার অপেক্ষা রাখে না। আমরা সকলেই জানি। দেশে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় রাজনীতিবিদরা ব্যর্থ হলে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে সংগঠিত হচ্ছি। সমাধান না হলে আমরা রাজপথে নামবো। রাজনীতিবিদরা দেশটাকে যেভাবে চালাচ্ছে তা আমরা সহ্য করতে পারছি না। এদেশকে আমাদের সোজাপথে আনতে হবে।

রাজনীতিবিদদের চোখের ভাষা পড়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, আপনাদের কার্যক্রম ব্যবসায়ীরা শ্রদ্ধার চোখে দেখছেন না। এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি? শিশুরা স্কুলে যেতে পারছে না, শ্রমিকরা কারখানায় যেতে পারছেন না। আমরা কোন বাংলাদেশে বাস করছি? এটা কি সোমালিয়া, নাকি লিবিয়া? এদেশের রাজারা রাজার নীতি বাদ দিয়ে মানুষ মারার নীতি গ্রহণ করছে। আমার শ্রমিক জানেন না সন্ধ্যায় স্ত্রীর কাছে জীবিত ফিরবেন কী না? চাকরিজীবী ভাই জানেন না, সন্ধ্যায় তিনি জীবিত অবস্থায় স্ত্রী-কন্যা, ছেলে-সন্তান কিংবা মা-বাবার কাছে ফিরে যেতে পারবেন কি না?

তিনি আরও বলেন, আজকে যে অবস্থায় বাংলাদেশকে দেখছি এটা বাংলাদেশের স্বাস্থ্য নয়। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির জনক বলা যায় না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা যায় না। পাঁচ বছর পরপর জাতীয়তা পাল্টে যায়। কখনো বাঙালি, কখনো বাংলাদেশি। কি বিচিত্র এ দেশ! লাশের বদলে লাশ, হত্যার বদলে হত্যা শুরু হয়েছে। রাজনীতিবিদরা মানুষ বাঁচানোর আন্দোলন বাদ দিয়ে মানুষ মারার আন্দোলনে ব্যস্ত হয়ে পড়েছে।

এ কে আজাদ বলেন, যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যেতে চান তারা অসুস্থ রাজনীতি ছেড়ে দিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতার রাজনীতি করুন। আমরা অসুস্থ রাজনীতি দেখতে চাই না। আমরা শান্তি চাই। নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে চাই। যে কোনো মূল্যে আমাদের ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করে দিন। না হলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর বাসভবন ঘেরাও করা হবে। যতদিন ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চলবে।

(দ্য রিপোর্ট/এআই/লতিফ/এইচকে/ডিসম্বের ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর