thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

শচিনের আগে ধোনি

২০১৩ ডিসেম্বর ১৫ ১৪:১১:৩৬
শচিনের আগে ধোনি

দ্য রিপোর্ট ডেস্ক : এ বছর ভারতের সেরা ১০০ জন তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। শনিবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষস্থানে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার পরের স্থানটিতেই অবস্থান করছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই তালিকায় ৪ নম্বরে অবস্থান করছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া লিটল মাস্টার শচিন টেন্ডুলকার। শীর্ষ ১০ জনের তালিকায় ক্রিকেটারদের মধ্যে আরো আছেন দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর স্থানটি হারানো বিরাট কোহলি (৭)।

তালিকার প্রথম ১০ জনের মধ্যে ৩ জন বাদে বাকি সবাই বলিউড তারকা। ৫ নম্বরে আছেন অমিতাভ বচ্চন। আরো আছেন রনবির কাপুর (৮), ক্যাটরিনা কাইফ (৯) এবং হৃত্তিক রোশান (১০)।

ক্রিকেটারদের মধ্যে শীর্ষ ২০ জনের মধ্যে আরো আছেন বিরেন্দ্র শেওয়াগ (১৫), গৌতম গম্ভীর (১৯) এবং যুবরাজ সিং(২০)।

সর্বমোট ১৬ জন ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। ক্রিকেটার ও বলিউড তারকা ছাড়াও টেলিভিশন তারকা, চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী এবং কমেডিয়ানরাও এই তালিকায় আছেন।

(দ্য রিপোর্ট/এমআই/জেএম/রা/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর