thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কল্যাণপুরে বোমা তৈরির সরঞ্জামসহ ২ শিবিরকর্মী আটক

২০১৩ ডিসেম্বর ১৫ ১৪:১৪:০৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী মিরপুর থানাধীন কল্যাণপুর এলাকা থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন খালেক (৩০) ও সাজিদ (২৮)। তাদের দুজনের বাড়িই নীলফামারী জেলায়।

সকাল সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে।

স্থানীয়রা জানায়, তারা দুজন ৫ বছর ধরে কল্যাণপুরের ২ নম্বর রোডের ২৭ নম্বর বাড়ির পাঁচতলায় বসবাস করে। বাড়ির মালিক অবসরপ্রাপ্ত পুলিশ কমকর্তা ইউসূফ। আটক দুইজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ জানান, কয়েকদিন আগে ইবনে সিনা মেডিকেল কলেজের ১০ জন শিবিরকর্মীকে কল্যাণপুরের একটি বাসা থেকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে এই দুজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল, স্পিন্টার, পাথর ও গান পাউডার উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/এএইচএ-এনইউডি/জেএম/লতিফ/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর