thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নারায়ণগঞ্জে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

২০১৩ ডিসেম্বর ১৫ ১৪:৩১:১৪
নারায়ণগঞ্জে দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি নিহত হয়েছেন।

রবিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের খাদুনমৈকুলি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে নসিমনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর হাসিব ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজিব গুরুতর আহত হন।

ঢাকায় নেওয়ার পথে হাসিব মারা যান। সজিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম আরাফাত বলেন, দুর্ঘটনার খবরটি আমি কিছুক্ষণ আগে শুনেজি। হাসিব ও সজীব দুজনেরই সাংগঠনিক দক্ষতা রয়েছে। হাসিবের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। সজীবের দ্রুত সুস্থতা কামনা করছি।

রুপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান বলেন, হাসিবে মৃত্যুতে রুপগঞ্জবাসী একজন মেধাবী সন্তানকে হারালো। আমি তার আত্মার শান্তি কামনা করছি।

(দ্য রিপোর্ট/এআর/এসবি/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর