thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইরাকজুড়ে সহিংসতায় নিহত ১৭

২০১৩ ডিসেম্বর ১৫ ১৪:৫০:০৯
ইরাকজুড়ে সহিংসতায় নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বোমা ও বন্দুক হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে এসব হামলা চালানো হয়েছে বলে পুলিশ ও মেডিকেল সূত্রে জানা গেছে।

সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে শিয়া অধ্যুষিত বায়া জেলায়। এখানে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে ৭ শিয়া তীর্থযাত্রী নিহত ও ১৬জন আহত হন।

এদিকে, বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত জেলায় সবজির বাজারের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে তিনজন নিহত ও ১০জন আহত হয়েছেন।

এছাড়া, হুসাইয়িনিয়া জেলায় রেস্টুরেন্টের ভেতরে বোমা বিস্ফোরিত হয়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি। সূত্র : রয়টার্স

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর