thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

এএসআই হুমায়ূনের ময়নাতদন্ত সম্পন্ন

২০১৩ ডিসেম্বর ১৫ ১৫:১৫:২৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান রবিবার দুপুর ১টায় এএসআই হুমায়ুন কবিরের লাশের ময়নাতদন্ত শেষ করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, মৃতদেহের ভিসেরা পরীক্ষার জন্য মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে হুমায়ূন কবীরকে কিভাবে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের পূর্ব মণিপুরের একটি বাসা থেকে শনিবার রাত ২টার দিকে পুলিশের এএসআই হুমায়ুন কবিরের (৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী রহিমা সুলতানা রুমিকে (২৭) পুলিশ আটক করে ।

মিরপুর থানার এসআই আহসান হাবীব জানান, শনিবার রাত ২টার দিকে পূর্ব মণিপুরের ১০৫০/৩ কাঠালতলার একটি বাসা থেকে এএসআই হুমায়ুন কবিরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, হুমায়ন কবিরকে বিষ প্রয়োগ না শ্বাসরোধে হত্যা করা হয়েছে তা জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হুমায়ুন কবির শাহ আলী থানার এএসআই ছিলেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে।

নিহতের বড় ভাই আলমগীর হোসেন জানান, তিনি শুনেছেন হুমায়ুন কবিরের সঙ্গে তার স্ত্রীর প্রায় ঝগড়া হতো। এ কারণে তার স্ত্রী তাকে হত্যা করতে পারে বলে তিনি ধারণা করছেন।

হুমায়ুন কবিরের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভবানীপুর গ্রামে। তার বাবার নাম ইউসুফ হোসেন।

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/এইচএসএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর