thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শিবির সন্দেহে দুইজনকে পিটিয়েছে ছাত্রলীগ

২০১৩ অক্টোবর ২৫ ১২:০০:৪১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শিবির সন্দেহে দুইজনকে পিটিয়েছে ছাত্রলীগ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির সমাবেশে যোগ দেওয়ার পথে শিবিরকর্মী সন্দেহে দুই ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগকর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে তাদের টহল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আবদুল মালেক (২০) ও রিফাউল ইসলাম (২০) নামক দুই ছাত্রকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগকর্মীরা। রিফাউল ইসলাম কামরাঙ্গীর চর এলাকার আল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। মালেক হাজারীবাগের ফজিলাতুন্নেসা কলেজে প্রথম বর্ষে পড়েন।

রিফাউল ইসলাম জানান, তারা দুজন বাসা থেকে বের হয়ে সমাবেশে যোগ দিতে সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিল। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বেধড়ক পিটুনি দিয়ে টহল পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

টহল পুলিশ টিমের এসআই শহীদ বলেন, ওই দুই ছাত্রের মুখে দাড়ি ছিল। শিবিরকর্মী সন্দেহে তাদের মারধর করা হয়েছে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

(দিরিপোর্ট২৪/আর/এএস/জেএম/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর