thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ডিআইজিসহ পুলিশের বিভিন্ন পদে রদবদল

২০১৩ ডিসেম্বর ১৫ ১৫:২৪:২১
ডিআইজিসহ পুলিশের বিভিন্ন পদে রদবদল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রেলওয়ের ডিআইজি সোহরাব হোসেন, দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচ পুলিশ সুপারের পদে রদবদল করা হয়েছে। সোহরাব হোসেনকে সরিয়ে সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলওয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি কামরুল আহসানকে।

রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই রদবদল করা হয়।

এদিকে সিআইডতে বদলি করা হয়েছে রেলওয়ের অতিরিক্ত ডিআইজি রওশন আরা বেগমকে। সাতক্ষীরার পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী মঞ্জুরুল কবিরকে। মোল্যা জাহাঙ্গীর হোসেনকে করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুহুল আমিনকে দিনাজপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে ফিরে আসা মনির হোসেনকে দেওয়া হয়েছে নড়াইলের পুলিশ সুপারের দায়িত্ব।

এদিকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে দিনাজপুরের পুলিশ সুপার সারওয়ার মোর্শেদ শামীমকে।

(দ্য রিপোর্ট/এএইচএ/জেএম/ডিসেম্বর ১৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর